সাবস্ক্রাইব করেছেন তো? না করলে এখানে ক্লিক করুন!

Bank Jobs in Florida, USA

আপনি আমেরিকায় / ফ্লোরিডায় এসেও ব্যাংকে কাজ করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রদর্শন করতে হবে সেই সাথে আপনার ক্যাশ হ্যান্ডেল করা এবং ব্যাক্তিগত তথ্য হ্যান্ডেল করার পূর্ব অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড চেক হয় এবং অ্যাসেসমেন্ট টেস্ট হবে। এগুলো পাশ করলে আপনি জব পাবেন। বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। অনেকেই এখানে এসে প্রথম কাস্টমার সাপোর্ট রিলেটেজ কাগগুলো করে অভিজ্ঞতা অর্জন করে, কমিউনিকেশন এবং টেকনিকাল বিষয়ে পারদর্শী হয় তারপর ব্যাংকে টেলার হিসেবে অ্যাপ্লাই করে কাজ করতে থাকে। সাথে ২ বছরের অ্যাসোসিয়েট ডিগ্রি নেয় ব্যাংকিং এবং ফাইন্যান্সে অথবা অনেকে ৪ বছরর ব্যাচেলরও করে। এভাবে ব্যাংকার, লোন অফিসার, মর্টগেজ কনসালটেন্ট ইত্যাদি হয়ে থাকে। বাংলাদেশে আপনার দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা থাকে সেটা প্রমান করার মাধ্যমে আপনি পার্সোনাল ব্যাংকার হিসেবে জব পেতে পারেন। কিন্তু এটা খুব বেশি অ্যাভেইলঅ্যাবল থাকে না এবং লোকাল ডিগ্রিধারীদের প্রাধান্য দেয়া হয় (ব্যাংক ভেদে)। তাই চেষ্টা করতে পারেন লোকাল ডিগ্রি নেয়ার জন্য। ধন্যবাদ।

 


অন্যান্য পোস্ট